শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

বাংলায়ন সভা’র শিল্প-সাহিত্যের বৈঠক ১ অক্টোবর

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩০, ২০২১
বাংলায়ন সভা’র শিল্প-সাহিত্যের বৈঠক ১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: কোভিড-১৯ অতিমারিতে আমরা বাংলা সাহিত্য ও সংস্কৃতি অঙ্গণের অনেক গুণিজন হারিয়েছি। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘বাংলায়ন সভা’ আয়োজন করছে শিল্প-সাহিত্যের বৈঠক। এটি সংগঠনটির প্রথম আয়োজন। 

ঢাকার ইস্কাটন গার্ডেনের ঢাকা টাইমস মিলনায়তনে ১ অক্টোবর বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

এ পর্বে কথাশিল্পী বুলবুল চৌধুরী স্মরণে বক্তব্য রাখবেন কথাশিল্পী হামিদ কায়সার। এছাড়া থাকবে স্বরচিত কবিতা পাঠ, গদ্যপাঠ ও পর্যালোচনা। বৈঠকে অংশগ্রহণ ও লেখা পাঠ সবার জন্য উন্মুক্ত। অনুষ্ঠান উৎসর্গ করা হয়েছে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহকে। বৈঠক সঞ্চালনা করবেন বাংলায়ন সভা’র সদস্য সৌম্য সালেক।

৫২’র ভাষা আন্দোলন ও ২১ ফেব্রæয়ারির চেতনা ধারণ করে ‘বাংলায়ন সভা’র যাত্রা শুরু গত ৪ সেপ্টেম্বর। সংগঠনটির মুখপাত্র কথাশিল্পী শামস সাইদ, সম্পাদক কবি ফারুক সুমন ও সমন্বয়কের দায়িত্বে রয়েছেন গাজী মুনছুর আজিজ। সংগঠনটি ‘বাংলা বিশ্বময়’ শ্লোগান ধারণ করে বাংলা ভাষা ও সাহিত্যের সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে। এরই ধারাবাহিকতায় শিল্প-সাহিত্যের বৈঠক।

সময় জার্নাল/এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল