সেলিম আহমদ তালুকদার, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রাম সংলগ্ন সুরমা নদীতে বালি ও পাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজির সময় ১০ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে সুরমা নদীতে বালি ও পাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজির সময় ১০ জনকে হাতে নাতে আটক করা হয়।
আটকৃতরা হলেন দুর্লভপুর গ্রামের আব্দুল মান্নান তালুকদারের পুত্র এমদাদুল হক আফিন্দি (৫৮), কাউছার আহমদ (৩৫), জয়নুল হক (৪০), বাদশা মিয়া (৩২), আবুল হোসেন (৫২), নেছার আহমদ (৩০), মাহি আফিন্দি (২০) আব্দুনুর (৬২), মানিক মিয়া (৬৩), সামি আফিন্দী। এ সময় তাদের থেকে আটটি লোহার রড, একটি ছুরি, ৯টি মোবাইলফোন, নগদ দুই হাজার ২৩০ টাকা উদ্ধার করা হয়।
সুনামগঞ্জ র্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সিঞ্চন আহমেদ বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে নৌপথে লাখ লাখ টাকা চাঁদাবাজি করছিল। ভোরে চক্রের ১০ সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
সময় জার্নাল/ইএইচ