সময় জার্নাল প্রতিবেদক: সিলেট ওসমানী মেডিকেল কলেজের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ডা. সুব্রত সাহাকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়।
ডা. সুব্রতর বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি ৩৯তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। নিজ জেলার কাশিয়ানী উপজেলায় কর্মরত আছেন তিনি।
সূত্রে জানা গেছে, স্থানীয় ডায়াগোনস্টিক সেন্টারের দালালদের সঙ্গে বেশ কিছু দিন ধরেই ডা. সুব্রত সাহার বিরোধ চলছি। এ কারণেই তাঁর ওপর হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।
সময় জার্নাল/এমআই