এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় রাস্তায় পা পিছলে পড়ে গিয়ে রিয়াদ মাতুব্বার (১০) নামে এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।
রিয়াদ, উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষনদিয়া এলাকার হাফিজুর মাতুব্বরের ছেলে ও লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।
স্থানীয় সুত্রে জানা যায় , বৃহস্পতিবার ( ৩০ শে সেপ্টেম্বর) দুপুরে রিয়াদ মাতুব্বর (১০), অপর দুই শিশু তার ফুপাতো ভাই রিশাদ মাতুব্বর(৮) ও সামিম মাতুব্বর (৮) এবং রিয়াদের এক চাচা খলিলুর রহমান (৪০) পাশের এলাকা লক্ষণদিয়া খাতপাড়ায় সুন্নতে খাতনার দাওয়াত খেতে যাচ্ছিলো। পথিমধ্যে লক্ষণদিয়া মাদ্রাসার কাছে পাঁকা রাস্তার উপর রিয়াদ তার ফুপাতো ভাই রিশাদ কে খোঁচা দিয়ে দৌড় দেয়। দৌড় দেওয়ার সময় রাস্তায় পা পিছলে পড়ে গিয়ে রিয়াদ অজ্ঞান হয়ে পড়লে তার চাচাসহ সবাই মিলে পানি ঢালতে থাকে।
এমতাবস্থায় পরিবারের সদস্যদের সহযোগীতায় নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর রিয়াদের লাশ বাড়িতে নিয়ে আসা হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাই। নিহতের পরিবারের সাথে কথা বলি। মৃত্যু নিয়ে পরিবারের কোন অভিযোগ নাই।
সময় জার্নাল/ইএইচ