নোমান ইমতিয়াজ, রাবি প্রতিনিধি: কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘খ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার (২ অক্টোবর) বেলা ১১টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা সাড়ে ১২টায়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, আজকের পরীক্ষায় মোট ৫৬৮৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় অনুপস্থিত ছিল ৬৯৪ জন। সেই হিসেবে উপস্থিতির হার ছিল ৮৯.১১ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্র জানা যায়, আগামী ৯ অক্টোবর ‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেখানে ১৯৭৭ জন শিক্ষার্থী অংগ্রহণ করবে। ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের পরীক্ষায় ১৮২৪ জন এবং সর্বশেষ ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২ হাজার ৬ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিবেন।
সময় জার্নাল/এমআই