এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ এর ফরিদপুর জেলা কমিটি গঠিত হয়েছে। ৭৫ সদস্য বিশিষ্ট এ কমিটির আহ্বায়ক করা হয়েছে আব্দুস সোবহানকে। আর সদস্য সচিবের দ্বায়িত্ব দেয়া হয়েছে মো. ফরিদ মিয়াকে।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ এর সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর স্বাক্ষরিত চিঠিতে আগামী তিন মাসের জন্যে অনুমোদন দেয়া হয়। ওই চিঠিতে নয়জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৬৪ জনকে সদস্য করা হয়।
এদিকে শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ ফরিদপুর জেলা শাখার নবগঠিত এ কমিটি। নব নির্বাচিত সভাপতি আব্দুস সোবাহান এর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। এ সময় নব গঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআই