তিতুমীর কলেজ প্রতিনিধি: সরকারি তিতুমীর কলেজের নবনিযুক্ত ২৯তম অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানার সাথে কলেজ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ অক্টোবার) সকাল সাড়ে ১০ টায় অধ্যক্ষের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির শিক্ষক উপদেষ্টা কামাল উদ্দিন হায়দার, সংগঠনের সভাপতি শামিম হোসেন শিশির, সম্পাদক সাব্বির আহমেদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন নিশাদ, দপ্তর সম্পাদক মামুন সোহাগ, অর্থ সম্পাদক নাজমূল হুদা, প্রশিক্ষণ সম্পাদক হৃদয় আলম, সদস্য মাহমুদ ফয়সাল।
এসময় অধ্যাপক তালাত সুলতানা বলেন, ক্যাম্পাসের উন্নয়ন হচ্ছে আরও হবে তবে করোনার দোহায় দিয়ে ঘরে বসে না থেকে শিক্ষার্থীদের লেখাপড়া করতে হবে। ক্যাম্পাস খোলার পর শিক্ষার্থীদের সংকট কাটিয়ে উঠার জন্য যা যা দরকার আমরা সবকিছুর ব্যবস্থা গ্রহন করবো।
সময় জার্নাল/এমআই