রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফাসহ শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় ও মহানগর শাখা ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। সোমবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী পূর্বের রেজাল্ট বহাল রেখে ভর্তি পরিক্ষার দাবিতে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশ হামলা চালায়। কর্মসূচিস্থল থেকে ছাত্র ফেডারেশন এর কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফাসহ শিক্ষার্থীদের আটক করে।
বক্তারা বলেন, বর্তমান সরকার ক্রমশ জনগন ও ছাত্রদের আন্দোলনকে ভয় পায়। যার প্রেক্ষিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের আন্দোলনে সরকার তার পুলিশ বাহিনীকে ছাত্রদের উপর লেলিয়ে দেয়। ফলে পুলিশ শিক্ষার্থীদের উপর ন্যাক্কার জনক হামলা চালায়, এবং আন্দোলন যাতে বেগবান না হয় তাই সেখান থেকে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা সহ কারো শিক্ষার্থীদের আটক করে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং আমরা আটকৃতদের দ্রুত মুক্তি চাই।
সমাবেশ থেকে বক্তারা ডিজিটাল আইন বাতিল ও নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে বয়কট করার আহ্বানও জানান।
সমাবেশ ছাত্র ফেডারেশন রাবি শাখার সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজশাহী মহানগর শাখার সম্পাদক জিন্নাত আরা সুমু, কেন্দ্রীয় অর্থ-সম্পাদক আব্দুর রহমান নবীন। কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রফেডারেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/ইম