সময় জার্নাল ডেস্ক। বাংলাদেশে ইতিহাস গবেষণায় এক উদীয়মান নক্ষত্রের নাম মামুন সিদ্দিকী । জন্ম কুমিল্লা জেলায়। ‘আবদুল রসুল ও বাংলার রাজনীতি’ শিরোনামে এমফিল করেছেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে বর্তমানে তিনি ‘বাঙালির সাংস্কৃতিক আন্দোলনের ধারা (১৯০১-১৯৪৭) : একটি ঐতিহাসিক পর্যালোচনা’ শিরোনামে পিএইচডি গবেষণারত এবং বর্তমানে তিনি বাংলা একাডিমিতে কর্মরত।
তিনি নীরবে কাজ করে যাচ্ছেন বাংলা ও বাঙালির শিকড় নিয়ে। এখন পর্যন্ত প্রায় ৩০টি মৌলিক গ্রন্থ রচনা করেছেন। তাঁর সম্পাদনায় (নির্বাহী সম্পাদক) বঙ্গবন্ধুর ওপর ৫০টি গ্রন্থ (তাম্রলিপি) প্রকাশিত হয়েছে। ঐতিহাসিক মুনতাসীর মামুনের রচনাবলীর সম্পাদক হিসেবে কাজ করছেন। এছাড়া ১০০টি গণহত্যার ওপর ভিন্ন ভিন্ন ১০০টি গ্রন্থ মুনতাসীর মামুন স্যারের সাথে সহযোগী সম্পাদনায় (১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও যাদুঘর, খুলনা) প্রকাশিত হয়েছে।
তাঁর হাত ধরে এভাবেই সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের ইতিহাস। বিশিষ্ট গবেষক মামুন সিদ্দিকীর জন্মদিনে জানাই শুভকামনা নিরন্তর ।
সময় জার্নাল/আরইউ