টি আই তারেক, যশোর:
আজ যশোর থেকেই ছাপা শুরু হলো ই-পাসপোর্ট। এর মাধ্যমে যশোরবাসীর পাসপোর্ট নিয়ে মাসের পর মাস অপেক্ষার দিন শেষ হলো। রোববার থেকে যশোরেই ই-পাসপোর্ট পার্সোনালাইজেশন সেল যশোর এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী। এদিন দুপুর ১২টায় যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রধান অতিথি হিসেবে বিভাগীয় এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
খুলনা বিভাগের দশ জেলার পাসপোর্ট এখন থেকে যশোর অফিসেই ছাপা হবে। পাসপোর্ট সংক্রান্ত নথিপত্র আর ঢাকায় পাঠাতে হবে না। এরই মাধ্যমে যশোর উন্নয়নের মহাসড়কে আরো এক ধাপ এগিয়ে গেলো।
উদ্বোধনী অনুষ্ঠানে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী বলেন, চার হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে দশ বছর মেয়াদি বিভাগীয় এ প্রকল্প জনগুরুত্ব বিবেচনায় যশোরে স্থাপন করা হয়েছে। যেহেতু এখানে আইটি পার্কে ডাটা সেন্টার রয়েছে, সেহেতু ডিজাস্টারে এটি ব্যাকাপ হিসেবে কাজ করবে ও তথ্য আদান প্রদানে সহজ হবে। তিনি বলেন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ঢাকার বাইরে এটিই প্রথম প্রকল্প, যা যশোরে স্থাপন করা হয়েছে। এ প্রকল্প থেকে খুলনা বিভাগের দশ জেলার মানুষ উপকৃত হবে। তারা দ্রুততম সময়ে তাদের পাসপোর্ট হাতে পেয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান। বক্তব্য রাখেন প্রকল্পের টেকনিক্যাল প্রজেক্ট ডিরেক্টর পীর আলেকজান্ডার কোমারেক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। স্বাগত বক্তব্য দেন উপ প্রকল্প পরিচালক লেফট্যানেন্ট কর্ণেল সৈয়দ নাজমুর রহমান।
ই-পাসপোর্ট পার্সোরালাইজেশন সেল যশোর এর শুভ উদ্বোধন অনুষ্ঠান শেষে মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী নতুন মেশিনে ছাপা পাঁচটি নতুন ই পাসপোর্ট পাঁচজনের হাতে তুলে দেন।
সময় জার্নাল/ইএইচ