মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি :
দিনাজপুরের হিলি স্থলবন্দরে অসুস্থ্যতা জনিত কারণে প্রসনজিত বসু নামের ভারতীয় এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। সে গত ২৯ সেপ্টেম্বর বুধবার WB-61A-7290 নাম্বার ট্রাকে ভারত থেকে আমদানীকৃত রাইস-ব্রান বোঝায় করে হিলি স্থলবন্দরে প্রবেশ করে।
পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ জানায়, নিহত ভারতীয় ট্রাক চালক প্রসনিজিত বসু দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে ভূগছিলেন। গতকাল শনিবার সন্ধায় প্রসনজিত বসু বন্দরের অভ্যন্তরে হঠাত অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসার জন্য হাকিমপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে সারারাত চিতিৎসা শেষে সকালে ছাড়াপত্র নিয়ে সে ভারতে ফিরে যাবার সময় সীমান্তের জিরোপয়েন্টে তার মৃত্যু হয়।
হাকিমপুর থানার অফিসার ইন-চার্জ খায়রুল বাসার শামিম জানান, ভারতীয় ট্রাক চালক প্রসনজিতের লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর তার লাশ ভারতে হস্তান্তর করা হবে। এব্যপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
সময় জার্নাল/ইএইচ