রুহুল সরকার, (রাজীবপুর) কুড়িগ্রাম প্রতিনিধি:
গত কয়েকদিনের টানা তাপদাহের পর নেমেছে স্বস্তির বৃষ্টি।রবিবার সকাল থেকেই রাজীবপুর উপজেলার আকাশে হালকা মেঘ ছিলো। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছিল।
দুপুর ১২ টার পর আকাশ আরও কালো হয়ে মুসলধারে বৃষ্টি শুরু হয়।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার(কৃষি ও সিনপটিক) সূত্রে জানা গেছে গত ১ সপ্তাহ থেকে কুড়িগ্রাম জেলায় ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।
অসহ্য গরমের পর হঠাৎ নামা স্বস্তির বৃষ্টি ও ঠান্ডা বাতাসে জুড়িয়ে যাচ্ছে শরীর। আবহাওয়া অধিদপ্তর থেকে যদিও বৃষ্টির কোন পূর্বাভাস ছিলো না।
স্থানীয়রা বলছে এখন কার্তিক মাসের শেষের দিকে এসময় নদীতে জোয়ার আসে। মাঝে মধ্যে বৃষ্টি হয়। বৃষ্টির পর আবহাওয়ায় আস্তে আস্তে শীতল হয়ে তাপমাত্রা কমে আসবে।দিনে গরম লাগলেও হলেও রাতে হালকা শীত অনুভূত হবে।
এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত উপজেলা জুড়ে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বৃষ্টিতে পথ চলতে গিয়ে অসুবিধায় পড়েছেন দিনমজুর রিক্সা, ভ্যান, অটোরিকশা চালক, কর্মব্যস্ত মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা।তবে খুব একটা বিরক্তি ছিলো না মানুষের মাঝে। আমন ধানের জমির জন্য এই বৃষ্টি কিছুটা সহায়ক ভূমিকা পালন করবে বলেও জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জাকির হোসেন বলেন,রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে ভোর রাত থেকে।
সময় জার্নাল/এলআর