মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও দিনাজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য “নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ্য সবল বাংলাদেশ গড়ি”।
দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। আলোচনায় অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ রেজওয়ানুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, ইউনিটি ফর এনজিও’স দিনাজপুরের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শাহ্, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ আরিফুল ইসলাম, সান ফ্লাওয়ারের নির্বাহী পরিচালক এএইচএম কামাল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে দিনাজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন দিবসটি উপলক্ষে প্রজেক্টরের মাধ্যমে স্যানিটেশনের ১৩ উপজেলার বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ অংশ নেন।
সময় জার্নাল/এলআর