...................
শুভাসিনী, তোমাতেই বিষাদের বারান্দা হোক
আলো নামুক জানালার কাঠ পেরিয়ে,
তোমাতেই নামুক রজনী সকাল, দুপুর রোজ
দিনশেষে মিলুক আমাদের মন মিলনের খোঁজ!
শুভাসিনী, তোমার চোখের চার কোণে,
ঠোঁটের চিলেকোঠায়, নরম বদনে
লুকিয়ে থাকা হাসি, আমায় দেবে!
শুভাসিনী, তোমাতেই রোজ জমুক ভালোবাসা
মিষ্টি রোদে, নয়তো মেঘে ঢাকা আকাশ,
অথবা ভীষণ কালো মেঘে, বৃষ্টি নামবে
এই বেলায় আসো, দু'জন ভিজবো ভালোবাসায়।
শুভাসিনী, আমি তোমার গল্প হব
রোজ সকালের হাসি হব,
দুপুর যদি দেয় দেখা
আমি তোমার ছায়া হব।
শুভাসিনী, চাঁদনি রাতে আমরা দু'জন
মন জমিয়ে আড্ডা দেব,
তোমার মিষ্টি হাসি আমায় দিলে
জোৎস্না বেলায় মন হারাব৷
শুভাসিনী, তোমাতেই আমার মন খারাপের গল্প জমুক
তোমার ঠোঁটের হাসিতেই নিমিষে শেষ হোক তা,
তোমার আবদার দিবে সঙ্গে আমায়
আরো দেবে, নেবে ভালোবাসা।