মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি :
দিনাজপুরের হিলি স্থলবন্দরে অসুস্থ্যতা জনিত কারণে নিহত ভারতীয় ট্রাক চালক প্রসনজিত বসু’র লাশ ময়না তদন্ত শেষে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার রাত ১০টায় হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ সীমান্তের জিরোপয়েন্ট গেটে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে এই লাশ হস্তান্তর করে। এছাড়াও ভারত থেকে পন্য নিয়ে আসা WB-61A-7290 নাম্বার ট্রাকটিও ভারতে ফেরত পাঠানো হয়।
এসময় হাকিমপুর থানা অফিসার ইন-চার্জ খায়রুল বাসার শামিম, বন্দর কর্তৃপক্ষসহ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ট্রাক চালক প্রসনজিত বসু গত ২৯ সেপ্টেম্বর বুধবার ভারত থেকে আমদানিকৃত রাইসব্রান ট্রাকে বোঝায় করে হিলি
স্থলবন্দরে আসে। গতকাল শনিবার সন্ধায় সে হঠাৎ পোর্টের অভ্যন্তরে অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রæত চিকিৎসার জন্য হাকিমপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
হাসপাতালে সারারাত চিতিৎসা শেষে আজ সকালে ছাড়াপত্র নিয়ে ভারতে ফিরে যাবার সময় সীমান্তের জিরোপয়েন্টে তার মৃত্যু হয়।
সময় জার্নাল/ইএইচ