এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
নিজ বাড়িতে চির নিদ্রায় শায়িত হলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সদস্য, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, ফরিদপুর আওয়ামী রাজনীতির জীবন্ত কিংবদন্তি নেতা বিপুল ঘোষের সহধর্মিণী স্মৃতি কণা ঘোষ(৬২)।
সোমবার দুপুর সাড়ে ৩টায় শহরতলির শিবরামপুরের বাড়িতে তাকে সমাহিত করা হয়।
এসময় সেখানে তার উদ্দেশ্য ফুলেল শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর পক্ষে জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা ও সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন সহ জেলা আওয়ামীলীগের নেতারা। এরপর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান নেতারা।
এছাড়া শহর আওয়ামলীগ, কোতয়ালী থানা আওয়ামীলীগ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, শ্রমিকলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ ফুলেল শ্রদ্ধা জানান। এরপর তাকে চোখের জলে বিদায় জানিয়ে সমাহিত করেন পরিবার, আত্মীয় স্বজন ও আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠন ও হাজারো ব্যক্তিবর্গ।
উল্লেখ্য গত বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে তার মৃত্যু হয়। বিপুল ঘোষের সিদ্ধান্ত ও পারবিবারিক কারনে সোমবার দুপুরে শহরতলির শিবরামপুর নিজ বাড়িতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
এদিকে বিপুল ঘোষের স্ত্রীর মৃত্যুতে কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম, বিশিষ্ট ব্যবসায়ী এ কে আজাদ, ফরিদপুর ৩ আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়ামের সাবেক সদস্য মোঃ ফারুক হোসেন, এফবিবিসিআই এর পরিচালক ড.যশোদা জীবন দেবনাথ, বিসিসিআই এর পরিচালক, হায়াসিন্থ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খায়ের মিয়া সহ জেলা আওয়ামীলীগ, কোতয়ালী থানা আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি শোক জানিয়েছে।
সময় জার্নাল/এলআর