এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি :
শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি প্রতিপাদকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ এর উদ্বোধনী করা হয়েছে। সোমবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোহম্মদ রিজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথিহিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সাকেল মাহমুদ হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রথমিক শিক্ষা অফিসার মোহম্মদ শাহ্ আলম, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন,অধ্যাপক বুলবুল কবির, জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন, জাতীয় মহিলা সংস্থা বাগেরহাট জেলা শাখার চেয়ারম্যান এ্যাডভোকেট শরিফা খানমসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্রের সকল পর্যায়ে আমরা কাজ করছি। ছেলে মেয়ের বৈষম্য আগের মতো নেই। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে আগামী দিনের জন্য প্রস্তুত করতে শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
সময় জার্নাল/এলআর