রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম :
কুড়িগ্রামে অসময়ে রেকর্ড পরিমাণ ভারি বৃষ্টিপাত হয়েছে। আশ্বিন মাসের শেষের দিকে জেলার বিভিন্ন স্থানে গত দুই দিন ধরে ভারি বর্ষণ দেখা যায়। কখনও থেমে থেমে কখনো ভারী,কখনো মাঝারি আবার কখনো হালকা বৃষ্টিপাতে জনজীবনে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। গত এক সপ্তাহ যাবত প্রচন্ড রোদ আর গরমে জনজীবন কাহিল হয়ে পড়ে। কিন্তু এ বৃষ্টির কারনে অনেকটা স্বস্তি ফিরে আসে।
জেলার রাজারহাটে কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র জানায় রোববার সকাল ৬টা থেকে সোমবার বিকেল ৩টা পর্যন্ত এ কয়েক ঘন্টায় ২৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসটির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান,গত দুইদিনে প্রচন্ড বৃষ্টিপাত হয়। পরবর্তী ৪৮ ঘণ্টা এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।
দিনভর বৃষ্টিপাতের কারনে জেলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা পড়েছেন বিপাকে।তারা কাজে যেতে পারেননি।অনেকেই কাজ করতে গেলেও বৃষ্টির কারনে সবিধাজনকভাবে কাজ করতে পারেননি।ফলে এসব শ্রমজীবিদের পরিবারে কষ্ট দেখা যায়। এছাড়াও আশ্বিনের এ বৃষ্টিতে সদ্য বেড়ে ওঠা আমন আবাদের অনেকটা উপকার হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন।
রাজারহাট উপজেলার ফরকেরহাট ফুটানিপাড়ার কৃষক চাঁদ মিয়া জানান,দুইদিনের বৃষ্টিতে আমনের বেশ লাভ হয়েছে। তবে সবজি খেতে কিছুটা পানি জমেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হক জানান,এ বৃষ্টিতে রোপা আমন আবাদের যথেষ্ট উপকার হয়েছে।সদ্য ধানের শিষ বের হওয়া কিংবা বের হতে যাওয়া ধানে রোগ-বালাই এবং পোকা আক্রমণ দমনে এটি সহায়ক হবে।এছাড়াও কিছু আমনের পাতা হলুদ হয়ে যাচ্ছিল বৃষ্টির কারনে তা এখন ভাল হবে।অন্যদিকে,আগাম সবজি চাষীদের তৈরি করা জমিগুলো বৃষ্টিপাতের কারনে একটু তৈরি করতে আরো দেরি হবে।
সময় জার্নাল/ইএইচ