ক্যাম্পাস প্রতিবেদক।সময় জার্নাল: মহামারি করোনাভাইরাসের কারণে হল ছাড়তে বাধ্য হওয়া শিক্ষার্থীরা দীর্ঘ দেড় বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ঢুকেছেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৮ টায় আনুষ্ঠানিকভাবে আবাসিক হলগুলো খুলে দেয়ার পর তারা ভেতরে প্রবেশ করে। এ সময় শিক্ষার্থীদের বরণ করে নেন হলের আবাসিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।
তবে শর্ত অনুযায়ী স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের কমপক্ষে একডোজ করোনার টিকা নেওয়ার সনদ দেখাতে হচ্ছে।
এর আগে গত ১ তারিখ থেকে বিভিন্ন হলে কিছু শিক্ষার্থী উঠে গেছেন। তবে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির জরুরি সভাও হয়। সভায় অগ্রিম হলে উঠা শিক্ষার্থীদেরকে সাত দিনের মধ্যে শোকজের সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের যেসব শিক্ষার্থী করোনার অন্তত প্রথম ডোজ টিকা নিয়েছেন, তারা স্বাস্থ্যবিধি মেনে টিকা নেওয়ার কার্ড বা সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকে দেখিয়ে সকাল ৮টা থেকে থেকে নিজ নিজ হলে উঠতে পারবেন।
আজ সকাল ১০টায় বিজয় একাত্তর হল এবং সকাল সাড়ে ১০টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।
সময় জার্নাল/আরইউ