নিজস্ব প্রতিবেদক।সময় জার্নাল : যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স উদ্যোগের আওতায় সোমবার (৪ অক্টোবার) রাত সাড়ে ১১টায় দেশে এসেছে ফাইজারের টিকার ছয় লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় দ্বিতীয় লটে একই টিকার আরো ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ এবং রাত ১১টা ২০ মিনিটে আরেক লটে ছয় লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা এসে পৌঁছবে। দু'দিনে সব মিলিয়ে দেশে আসা টিকার সংখ্যা ২৫ লাখ আট হাজার ৪৮০ ডোজ।
স্বাস্থ্য অধিদপ্তরের টিকা ব্যবস্থাপনা বিভাগ সূত্র এ কথা জানিয়েছে। সূত্র জানায়, এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় এক লাখ ৬২০ ডোজ, দ্বিতীয় দফায় ১০ লাখ তিন হাজার ৮৬০ ডোজ এবং তৃতীয় দফায় ২৫ লাখ ডোজসহ ফাইজারের মোট ৩৬ লাখ চার হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এসেছে। এর সঙ্গে গতকাল ও আজকের টিকা যুক্ত হলে ফাইজারের মোট দেশে আসা টিকার সংখ্যা হবে ৬১ লাখ ১২ হাজার ৯৬০ ডোজ।
সময় জার্নাল/আরইউ