সময় জার্নাল প্রতিবেদক। কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘ব্লেনডেড লার্নিং এন্ড ই-লার্নিং’ বিষয়ক শিক্ষকদের রিফ্রেশার ট্রেনিং। চারদিনব্যাপী এ প্রশিক্ষণটি চলবে আগামী ৮ অক্টোবর পযর্ন্ত। অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৩৭ জন শিক্ষক।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এ আয়োজনের শুভ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী ।
সিএসসি বিভাগের প্রভাষক সাবরিনা ফেরদৌস ও বাংলা বিভাগের প্রভাষক নূর-ই- নুসরাত’র সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অফ ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহা. জহুরুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্টার ড. মোছা. ইসমত আরা খাতুন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর এস এম হাসিবুর রশিদ তামিম।
সময় জার্নাল/আরইউ