মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর মিউনিস্যিাল হাই স্কুলের (বাংলা স্কুল) উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস-২০২১ পালন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, স্কুলের প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান, রচনা প্রতিযোগিতা, বৃক্ষরোপন কর্মসূচী, পুরষ্কার বিতরণ ইত্যাদি।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দিনাজপুর মিউনিস্যিাল হাই স্কুল (বাংলা স্কুল) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ শাহ আলম’র সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলওয়ার হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম শিক্ষক দিবসে শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক সুদৃঢ় করার আহবান জানিয়ে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার দায়িত্ব নিবে। তাই তাদেরকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। এই মহান দায়িত্ব পালন করবেন শিক্ষক সমাজ। দেশ ও জাতির কল্যাণে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক উন্নয়নের কোন বিকল্প নেই।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম অবিলম্বে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের আহবান জানান। তিনি বিশ্ব শিক্ষক দিবসে বিদ্যালয়ের প্রবীন শিক্ষকসহ সকল শিক্ষক-কর্মচারীদের সাথে নিয়ে দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলকে (বাংলা স্কুল) একটি শ্রেষ্ট বিদ্যাপিঠ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। আগামী শিক্ষাবর্ষে এই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তি করার জন্য দিনাজপুরবাসির প্রতি আহবানও জানান তিনি।
আলোচনা সভা শেষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দিনাজপুর মিউনিস্যিাল হাই স্কুল (বাংলা স্কুল) আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম। এছাড়া স্কুলের প্রাক্তন শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মোঃ খায়রুল আনাম, মোঃ ইউসুফ আলী ও মোঃ আবু তালেবকে স্কুলের পক্ষ থেকে সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়।
সব শেষে স্কুলের মাঠে ১০টি বনজগাছের চারা রোপন করা হয়। এসব অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর