এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলায় ৩৩৩ নম্বরে কল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা পেয়েছে ৬০টি অসহায় পরিবার।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের এসব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহয়তার উপহার তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।
খাদ্যসামগ্রীর প্রত্যেক প্যাকেটে চাল, কেজি আলু, ডাল ও তেল রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু,সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহরাব হোসেন, বাগাট ইউপি চেয়ারম্যান মো: মতিয়ার রহমান প্রমূখ।
এমআই