জীবন হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিজের স্ত্রী রোকসানা বেগম(৫৫) কে খুন করে থানায় আত্নসমর্পণ করেছেন হাবিবুর রহমান(৫৮) নামের এক ব্যক্তি।
বুধবার(০৬ অক্টোবর) রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের নাড়াদিঘী গ্রামে ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানাযায়, পারিবারিক কিছু ঝামেলাকে কেন্দ্র করে বেশ কিছুদিন থেকেই হাবিবুর ও তার স্ত্রীর ঝগড়া চলছিলো। ঘটনার দিন ভোরে রোকসানা ঘুমিয়েছিলো। সেই সাময় একটি লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে রোকসানা ঘটনাস্থলেই মারাযায়। পরে থানায় গিয়ে নিজেই ঘটনার সকল বিবরণ দেয় ঘাতক স্বামী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল জানান, হত্যার ঘটনাটি হাবিবুর নিজেই স্বীকার করেছে। লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআই