এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম।
"সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন" এ প্রতিপাদ্য বিষয়ের ওপর বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী। অন্যান্যের মধ্যে বক্তাব্য রাখেন ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, নাছিমা বেগম। সভা শেষে উপস্থিতি নিবন্ধনকৃত মায়েদের হাতে তোয়ালে, মগ ও এক প্যাকেট করে গুড়ো দুধ বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী ২০২৫ সালের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের আওতায় আনা হবে ৪৫দিনের মধ্যে জন্ম নেওয়া শিশুর নিবন্ধন করলে প্রত্যেককে একটি করে পর্যায়ক্রমে ১৬টি ইউনিয়নে এক হাজার তোয়ালে দেওয়া হবে।
সময় জার্নাল/এলআর