মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহে পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প বিষয়ে উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং জামালপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা (উন্নয়ন সংঘ) এ সভার আয়োজন করে।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আ'লীগের সহ-সভাপতি হাজী দিদার পাশা, মেলান্দহ উপজেলা আ'লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, ডা. ইউনুছ আলী, মেলান্দহ উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী জাকির হোসেন প্রমুখ।
সময় জার্নাল/এলআর