মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সুবর্ণচরে ১০টি ঘুঘু পাখি বাজারে বিক্রির সময় শিকারীর কাছ থেকে আটক করে মুক্ত আকাশে অবমুক্ত করেছে সুবর্ণচর উপজেলা প্রশাসন।
বুধবার (৬ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে পাখিগুলো অবমুক্ত করা হয়। এর আগে গত সোমবার (৪ অক্টোবর) সন্ধা ৭ টার দিকে উপজেলার ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের ছমির হাট বাজারে পাখিগুলো বিক্রির সময় আটক করে সুবর্ণচর উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো.মোশারফ হোসেন ।
পাখিগুলো অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৈতী সর্ববিদ্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শহীদুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো.আজিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.কাউছার আলম, বন বিভাগের কর্মকর্তা মো.মোশারফ হোসেন প্রমূখ।
উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো.মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছমিরহাট বাজারে অভিযান পরিচালনা করে পাখি গুলো আটক করা হয়। পাখি শিকারী পালিয়ে গেলে তাকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত পাখি গুলো প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সংরক্ষণে রাখা হয়েছিল।
সময় জার্নাল/এলআর