বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বুধবার, অক্টোবর ৬, ২০২১
দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
 
আসন্ন শারদীয় দূর্গা উৎসব-২০২১ সুষ্ঠভাবে উদযাপন উপলক্ষে দিনাজপুর পৌর পরিষদের সাথে হিন্দু সম্প্রদায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ অক্টোবর) দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনিল চক্রতর্তী, জেলা আওয়ামী লীগ নেতা বিধূ ভূষন সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সনজিত রায়, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ধীমান দাস। 

পূজা উৎযাপন পরিষদ দিনাজপুর শহর শাখার সভাপতি রঞ্জিত কুমার দাস, শহর শাখার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ রায়, প্রচার সমআদক উত্তম কুমার রায়, পাহাড়পুর আখাড়াবাড়ী মিশন রোড পূজামন্ডপের সাধারণ সম্পাদক গৌর চন্দ্র শীল, কসবা শিব কালি মন্দিরের সভাপতি নয়ন মোদক, দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সহ-অধ্যক্ষ স্বামী উত্তমানন্দ, কার্য কমিটির সদস্য স্বামী সমানন্দ, রাজ দেবোত্তর এষ্টেট’র এজেন্ট রঞ্জিত কুমার সিংহ, চকবাজার শিতলা মন্দিরের সাধারণ সম্পাদক পুনম গুপ্ত বক্তব্য রাখেন। 

পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে বলেন, আগামী ৬ মাসের মধ্যে পৌর এলাকার সকল রাস্তা-ঘাট, ড্রেন-কালভার্ট সংস্কার করে দিনাজপুর শহরকে একটি পরিচ্ছন্ন শহরে রিণত করা হবে।
এবারে দিনাজপুর পৌরসভা এলাকায় ৪৪টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। যা গতবারে ছিল ৪০টি। আগামী ১১ অক্টোবর  ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হবে আর ১৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এ উৎসব। 

এছাড়া দিনাজপুর জেলার ১৩ উপজেলায় ১২৮৪টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়। 

মতবিনিময় সভায় দিনাজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম মাসুদ, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জুলফিকার আলী স্বপন, ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী আশরাফউজ্জামান বাবু, এক, দুই ও  তিন নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মোছাঃ হাসিনা বেগম, পৌরসভার সচিব মো. মাহবুবর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, মোঃ ময়েজ উদ্দীন, পৌরসভার কর্মকর্তা মোঃ মজিবর রহমান বাচ্চু, মোঃ শহিদুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও পৌর এলাকার বিভিন্ন পুজামন্ডপ ও পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল