নিজস্ব প্রতিবেদক।সময় জার্নাল : কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় কোমাল্লা ‘বিলকিছ আলম পাঠাগারে’ ৩ মাসব্যাপী ‘বঙ্গবন্ধুর বই পড়া’ কর্মসূচি শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পাঠাগারে অসমাপ্ত আত্মজীবনী বইয়ের পাঠ উন্মোচনের মাধ্যমে এই যাত্রা শুরু হয়।
পাঠাগারের সাংগঠনিক সম্পাদক আবদুল কাদিরের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, প্রবীণ শিক্ষক মাওলা নুরুল আলম।
এসময় আর ও উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম মডেল কলেজের শিক্ষক শাকিল মাহমুদ, গ্রন্থাগারিক আমিনুল ইসলাম , মজুমদার লাইব্রেরির প্রতিষ্ঠাতা মাইন উদ্দিন মজুমদার, মোবারক বিন নুরুল আলম। ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবু সায়েম, কাজী মঈন উদ্দিন, জিহাদ হোসেন, শাহাদাত হোসেন অপু, শাহাদাত হোসেনসহ প্রমুখ।
উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থাগার আয়োজিত ৩ মাসব্যাপী বইপড়া কর্মসূচিতে সারাদেশের ১০০ পাঠাগার নির্বাচিত হয়। তন্মধ্যে ২০১৭ সালে প্রতিষ্ঠিত বিলকিছ আলম পাঠাগারকে নির্বাচন করা হয়েছে।
সময় জার্নাল/আরইউ