আরিফ হোসেন : স্বাভাবিকভাবে সানগ্লাস চোখের প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হলেও কখনো কখনো তা আভিজত্যেরও প্রতীক হয়ে থাকে। আর এসব সানগ্লাসও বিভিন্ন বিখ্যাত প্রতিষ্ঠান তাদের সুনাম ও খ্যাতির প্রচারের স্বার্থে ভিন্ন ভিন্ন অভিজাত শ্রেণির লোকদের জন্য তৈরি করে থাকে। আজকের উপস্থাপনায় চলুন দেখে নেয়া যাক বিশ্বের সেরা ৭ টি দামি সানগ্লাস সম্পর্কে।
৭ম স্থানেই চলে আসবে বাল্গারি ব্র্যান্ড এর হীরার সানগ্লাস:
১৮৮৪ সালে প্রতিষ্ঠিত ব্র্যান্ড বাল্গারি বরাবরই অভিজাত শ্রেণির ক্রেতাদের জন্য স্টাইলিশ ব্যাগ, ওয়ালেট ও সানগ্লাস তৈরি করে আসছে। তবে তাদের শেষ সংযোজিত সানগ্লাসটি যেন বিশেষভাবেই তৈরি করা হয়েছে। আশ্চর্যের বিষয় হল এই সানগ্লাসটির উৎপাদনসংখ্যা মাত্র ১০। আবার প্রতিটির দাম ৩১ হাজার ডলার। এর মধ্যে হীরার পাশাপাশি রয়েছে সোনার কারুকাজ।
৬ষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে বেন্টলে এর প্লাটিনাম সানগ্লাস:
বেন্টলে প্রধানত দামি গাড়ি তৈরির জন্য বিখ্যাত। এই কোম্পানির তৈরি গাড়ির অনেক বৈশিষ্ট্য রক্ষায় চেষ্টায় এরা তৈরি করেছে প্লাটিনাম সানগ্লাস। নামেই অনেক কিছু বুঝে গেছেন নিশ্চই। অন্যান্য ব্র্যান্ড এর মত হীরা বা সোনা ব্যবহার না করে এই সানগ্লাসে পাবেন প্লাটিনাম এর ছোয়া। এর দাম ৪৫ হাজার ডলার।
৫ম স্থানে রয়েছে গোল্ড এন্ড উড ব্র্যান্ডের হীরার সানগ্লাস:
এই সানগ্লাস বিশ্বের দামি সানগ্লাস এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। এর প্রধান আকর্ষণ এর মধ্যে বসানো হীরের টুকরো। কিন্তু আসল ব্যপারটি হল হীরের সংখ্যা। শুনলে অবাক হবেন ১টি নয় ২টি নয় ২৫৩টি হীরার টুকরো ব্যবহৃত হয়েছে এই সানগ্লাস এ। আর দামও নেহাত কম নয়। এর দাম ৫৫ হাজার ডলার।
৪র্থ স্থানে রয়েছে বাল্গারি ব্র্যান্ডের ফ্লোরা সানগ্লাস:
এই সানগ্লাস এর বিশেষ কোনো বিশেষত্ব না থাকলেও সাধারণ বা আনুষ্ঠানিক সব ধরনের পরিবেশে এর নান্দনিক ডিজাইন ও সৌন্দর্য সবার নজর কাড়তে বাধ্য। এর দাম ৫৯ হাজার ডলার।
শীর্ষ ৩ এর ৩য় স্থানের সানগ্লাসটি মেবেক ব্র্যান্ডের:
মেবেক ১৯০৯ সালে প্রতিষ্ঠিত একটি গাড়ি তৈরি প্রতিষ্ঠান হলেও সম্প্রতি এই ব্র্যান্ড সানগ্লাস তৈরিতে হাত দিয়েছে। অভিজাত প্রতিষ্ঠান হিসেবে আভিজাত্যের ১ম ধাপে এই প্রতিষ্ঠান তৈরি করেছে মেবেক ডিপ্লোমেট ১। এই সানগ্লাস এর উৎপাদনসংখ্যা মাত্র ৫০টি। এই সানগ্লাসের সম্পুর্ণ ফ্রেমটি ১৮ ক্যারটের সোনা দিয়ে বাধানো এবং ১৪৭টি হীরার টুকরো বসানো। এর দাম ৬০ হাজার ডলার।
২য় শীর্ষ স্থানের সানগ্লাসটি তৈরি করেছে ক্লিক গোল্ড:
ক্লিক গোল্ড প্রতিষ্ঠানটি প্রধানত চশমা তৈরি করে থাকে। কিন্তু সম্প্রতি তারা আধুনিক ও স্টাইলিশ সানগ্লাস তৈরি শুরু করেছে। এই পথে চলায় তারা তৈরি করেছে ১৮ ক্যারটের স্বর্ণখচিত একটি সানগ্লাস। এটি দেখতে যেমন সুন্দর তেমন আধুনিক ও স্টাইলিশ। এর বিশেষত্ব হচ্ছে এই সানগ্লাসের পুরোটাই সোনা দিয়ে বানানো এবং মাত্র ১০০টি গ্লাস এখন পর্যন্ত বানানো হয়েছে।
সবচেয়ে সেরা অর্থাৎ ১ম স্থানটি দখল করেছে সোপার্ডের একটি সানগ্লাস:
সোপার্ড সুজারল্যান্ডের একটি প্রতিষ্ঠান যারা সানগ্লাস এর জন্য বিখ্যাত। এরাই বিশ্বের সবচেয়ে দামি সানগ্লাসটি তৈরি করেছে। যাতে ৫১ রিভার ডায়মন্ড আছে, যা চার ক্যারেটের এবং নিখুঁতভাবে কাটা। ২৪ ক্যারেটের সোনা দিয়ে এর ডাঁট তৈরি হয়েছে। এক কথায় স্বপ্নিল রোদ চশমা এটি। এই সানগ্লাসটি কিনতে হলে আপনাকে খরচ করতে হবে ৪ লক্ষ ৮ হাজার ডলার।
সময় জার্নাল/এএইচ/ইএইচ