মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

দৌলতদিয়ায় ৫ কিলোমিটার যানজট

বৃহস্পতিবার, অক্টোবর ৭, ২০২১
দৌলতদিয়ায় ৫ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি: রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায় প্রায় পাঁচ কিলোমিটার যানজট তৈরি হয়েছে। দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার সড়কে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাক এবং ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় সিরিয়ালে আটকে রয়েছে পণ্যবাহী ট্রাক।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে এ চিত্র দেখা গেছে। পচনশীল পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হলেও চরম ভোগান্তিতে পড়েছেন অপচনশীল পণ্যবাহী ট্রাকের চালকরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, এ রুটে বর্তমানে ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। শিমুলিয়া-বাংলাবাজার রুট ও দক্ষিণাঞ্চলের অতিরিক্ত যানবাহনের চাপে বতর্মানে কিছু সিরিয়াল তৈরি হচ্ছে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল