জেলা প্রতিনিধি: রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায় প্রায় পাঁচ কিলোমিটার যানজট তৈরি হয়েছে। দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার সড়কে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাক এবং ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় সিরিয়ালে আটকে রয়েছে পণ্যবাহী ট্রাক।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে এ চিত্র দেখা গেছে। পচনশীল পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হলেও চরম ভোগান্তিতে পড়েছেন অপচনশীল পণ্যবাহী ট্রাকের চালকরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, এ রুটে বর্তমানে ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। শিমুলিয়া-বাংলাবাজার রুট ও দক্ষিণাঞ্চলের অতিরিক্ত যানবাহনের চাপে বতর্মানে কিছু সিরিয়াল তৈরি হচ্ছে।
এমআই