মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলার হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে ৬নং ওয়ার্ড বড়দেল গ্রামের আকরাম উদ্দিনের বসতবাড়িতে আগুন দিয়েছে তার প্রতিবেশী। আগুনে ঘরটিতে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আকরাম উদ্দিন জানান, জমি নিয়ে বিরোধের জেরে তার প্রতিবেশীর বিরুদ্ধে ২০১৩ সালে আদালতে একটি মামলা করেন তিনি। মামলাটি আদালত হাতিয়া কোর্টে স্থানান্তর করে। এর পর থেকে তাদের মধ্যে চলমান সমস্যা আরও বাড়তে থাকে। মামলাটি তুলে নেওয়ার জন্য তাকে হুমকি-ধমকি দেন তারা।
এর জের ধরে বুধবার রাতে তার বসতঘরে পেট্রল দিয়ে আগুন দিয়ে সব পুড়িয়ে দেয় প্রতিপক্ষের লোকজন। তবে এ সময় ঘরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে আকরাম উদ্দিনের বাড়িতে তার ঘরে আগুন জ্বলতে দেখে লোকজন। এসময় তা নিয়ন্ত্রণের চেষ্টা করে স্থানীয়রা।
হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, বিষয়টি তিনি স্থানীয় লোকজনের কাছ থেকে শুনেছেন। তবে ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে এখনও থানায় কোনো অভিযোগ করা হয়নি।
সময় জার্নাল/এলআর