সময় জার্নাল প্রতিবেদক :
বাংলাদেশের প্রথমসারির কৃষিভিত্তিক কোম্পানী ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের বগুড়াস্থ দেশের প্রথম এবং একমাত্র নিরাপদ ডব্লিউ. ডি. জি ম্যানুফ্যাকচারিং প্লান্ট ও মান নিয়ন্ত্রণ ল্যাবের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি।
বিশিষ্ট অর্থনীতি বিশ্লেষক এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন স্থানীয় এমপি সাহাদারা মান্নান এমপি, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মেসবাহুল ইসলামসহ স্থানীয় প্রশাসন, কৃষিকর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে “শষ্যচিত্রে বঙ্গবন্ধু” যা একক ব্যক্তির সবচেয়ে বড় ছবি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকডর্স স্বীকৃতি পাওয়ার অপেক্ষায়, যার পুরো প্রকল্পের অর্থায়ন করছে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ (এন.এ.সি)।