রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শেখ ফাহমিদা নাজনীন এর কবিতা ‘আমাদের কন্যারা’

শুক্রবার, অক্টোবর ৮, ২০২১
শেখ ফাহমিদা নাজনীন এর কবিতা ‘আমাদের কন্যারা’

............

আমাদের কন্যারা প্রাণোচ্ছলতা ভরা, অনাবিল মাধুর্যে সৃষ্টি 
খোদার পক্ষ থেকে মাটির ছোট্ট ঘরে নেমে এলো মমতার বৃষ্টি। 

সন্তান নয় শুধু একরাশ পুষ্প, কুসুমিত করে তোলে ঘরকে, 
যত্নে লালন করে সম্পর্কের সুতো আপন করতে পারে পরকে। 

কন্যার সাথে থাকে অর্থ, বিত্ত, মায়া, পিতার মনের প্রশান্তি, 
কাজ শেষে ঘরে ফিরে সোনামাখা মুখ দেখে মুছে যায় যন্ত্রণা - ক্লান্তি। 

এমন ছোট্ট সোনা ভালোবাসা ভরপুর ঢল ঢল লাবন্য বইছে, 
যার ঘরে মেয়ে আছে তার সাথে নিশিদিন সৌভাগ্য কথা কইছে। 

মেয়ে বড় আহ্লাদী, আবদারে গলে পড়ে বাবার মনে যত ঝক্কি, 
পারলে আনতো পেড়ে ঐ দূর নীল থেকে আলো ভরা পূর্ণিমা চাঁদ কি?

মেয়ে শুধু মেয়ে নয়, মায়ের ছোট্ট রূপ, মা'র শাষণের সুরে কথা কয়,
বাবা যেন তার কোলে ছোট্ট মিষ্টি খোকা, বাবা যেন এতবড় বাবা নয়। 

মা'র সাথে সেঁটে থাকে সারাদিন সারাবেলা কত যেন কাজ করে উল্টায়! 
একটা কাজকে ভেঙে চৌদ্দ খন্ড করে মা'র হাসি তবু্ও কি পাল্টায়? 

এমনই আদুরে যেন জীবন্ত খেলনা মা-বাবার অবসর সঙ্গী, 
মুখখানা চেয়ে দেখ রোদ, জল,ঝোড়ো হাওয়া বারে বারে কিন্তু কি যে ভঙ্গি! 

কন্যা এমন হয় সংসার নয় শুধু, পাড়া পড়শীর মন কাড়বে, 
দাদির পানের বাটা, দাদার লাঠি হয়ে একটু একটু করে বাড়বে। 

কন্যারা বরাবর বড্ড আদুরে হয়, কন্যারা বরাবর শান্ত, 
কন্যার মাঝে থাকে অসীম মমতা ভরা, কন্যাতে থাকে মাতৃত্ব। 

এমন কন্যা যার সংসারে শোভা হয় দুশ্চিন্তা কেন মিছে তার? 
সুকোমল আবরণে আগলে রাখতে হবে স্রষ্টার শ্রেষ্ঠ এ উপহার। 

কন্যারা বড় বেশি সংরক্ষিত থাকে, ঘরের আব্রু, ওরা সম্মান, 
ওদের কাছেই আছে দুনিয়ার জান্নাত, সুখ, শান্তি, আশা অম্লান। 

এমনই আদোরে ভরা অপরুপ লতাটিকে জীবন্ত অগ্নি বা কবরে, 
ধ্বংস করতে যারা চিরকাল এগিয়েছে তারা রবে দোজখের খবরে। 

কন্যার সাথে আসে জান্নাতি বার্তা, আল্লাহ তায়ালার মহা রহমত, 
কন্যা শিশুরা এই সবুজ মাটির বুকে জান্নাতের অপূর্ব নেয়ামত। 

শেখ ফাহমিদা নাজনীন 
৭ অক্টোবর ২০২১।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল