মুরাদ ইমাম কবির। হিলি প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার (১১ অক্টোবর) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে টানা ছয় দিন পণ্য আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।
ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধীরাজ অধিকারী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
চিঠিতে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১ অক্টোবর থেকে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। পূজার ছুটি শেষে আগামী ১৭ অক্টোবর মঙ্গলবার থেকে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি পুনরায় চালু হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম।
এদিকে বন্দরের বে-সরকারী অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অসিত কুমার স্যানাল জানিয়েছেন, সরকারী ছুটির দিন ছাড়া বন্দরের পণ্য উঠা-নামা ও ছাড় করণের কাজ স্বাভাবিক থাকবে।
সময় জার্নাল/আরইউ