শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

দুর্গাপূজায় হিলিতে আমদানি-রফতানি বন্ধ ৬দিন

শুক্রবার, অক্টোবর ৮, ২০২১
দুর্গাপূজায় হিলিতে আমদানি-রফতানি বন্ধ ৬দিন

মুরাদ ইমাম কবির। হিলি প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার (১১ অক্টোবর) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে টানা ছয় দিন পণ্য আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধীরাজ অধিকারী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১ অক্টোবর থেকে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। পূজার ছুটি শেষে আগামী ১৭ অক্টোবর মঙ্গলবার থেকে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি পুনরায় চালু হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম।

এদিকে বন্দরের বে-সরকারী অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অসিত কুমার স্যানাল জানিয়েছেন, সরকারী ছুটির দিন ছাড়া বন্দরের পণ্য উঠা-নামা ও ছাড় করণের কাজ স্বাভাবিক থাকবে।


সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল