এম.পলাশ, শরীফ, বাগেরহাট :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের মোড়েলগঞ্জে ৭২টি পূজা মন্ডপে সরকারি ও ব্যক্তিগত পক্ষ থেকে অনুদান প্রদান করলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।
এ উপলক্ষে শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ ভবন মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪, মোড়েলগঞ্জ শরণখোলা আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।
আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, খুলনা সিটি কর্পোরেশনের অব. নির্বাহী কর্মকর্তা রনজিৎত ঘরাই, অধ্যক্ষ নিহার রঞ্জন হালদার, পল্লীবিদ্যুৎ ডিজিএম এডিম মিজানুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, সদর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা, দৈবজ্ঞহাটী ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান শামছুর রহমান মল্লিক প্রমুখ।
অনুষ্ঠানে ৭২টি পুজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে সরকারিভাবে বরাদ্দকৃত ৫শ’ কেজি চালের ডিও লেটার এবং এমপি মহোদয়ের ব্যক্তিগত তহবিল থেকে ৭২টি মন্ডপে প্রায় দেড় লক্ষ টাকা নগদ অনুদান ও করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করেন।
সময় জার্নাল/এলআর