প্রিয়
কারো প্রিয় হওয়া কী খুব দরকার.?
তবে প্রিয় হতে পারা ভাগ্যের ব্যাপার,
প্রিয় হতে কিছু প্রয়োজন পড়ুক আর না পড়ুক
"স্বার্থপর" শব্দটা খুব দরকার।
আমি কারো প্রিয় হইনি
কারণ, স্বার্থপর শব্দটার মানে আজো বুঝিনি,
স্পষ্টভাষী আজ বলে.!
আমার সব প্রিয়জনই গেছে চলে।
অনেকজন আমার প্রিয় হয়েছে
প্রয়োজনে কাছে এসেছে,
স্বার্থ শেষে ডাস্টবিনে ভাবনা ছাড়াই ছুঁড়ে দিয়েছে
আমার প্রয়োজনে,
পঁচা দুর্গন্ধ মনে করে নাক চেপে পাশ কাটিয়ে গেছে চলে।
আগে বলতাম, ওরা সবাই আমার প্রিয়জন
হিসেব করিনি হবে কতজন!
তাদের ঘোরপ্যাঁচ বুঝিনি কখনো
ভাবতাম আমিও তাদের প্রিয়জন।
কিন্তু, আস্তে আস্তে..
চেনা রাস্তা, গলি,কন্ঠ, কথা, মানুষ, শহর সব অচেনার আস্তরনে ডুবে গেল,
হঠাৎ,
করেই যোগাযোগের তারটা আচমকা ঝড়ে ছিঁড়ে গেল।
শত চেষ্টা করেও যোগাযোগের তারটা জোড়া দিতে পারিনি
হাজারবার গিয়েছি তাদের দুয়ারে, অবহেলার থলি নিয়ে এসেছি,
কেউ সাড়া দেয়নি
তখন আফসোস হয়েছে, দুঃখ হয়নি।
এখন আর আফসোস হয় না
অবহেলাকে আমিও অবহেলা করতে শিখে গেছি,
মানুষগুলোকে ভুলে গেলেও স্মৃতি ভুলা যায় না।
তাই
আকাশের পানে ছুঁড়ে দিয়েছি।
দীর্ঘশ্বাস নিয়ে শুধু মনে মনে বলি.
"প্রিয় মানুষগুলো ভাল থাকুক
তাদের ভাল থাকার অবস্থানে,
যাদের আমি ভালো রাখতে পারিনি
ঠিক আছে " প্রিয়"।"
লেখক: কবি ও শিক্ষার্থী।
সময় জার্নাল/এমআই