এহসান রানা , ফরিদপুর প্রতিনিধি:
স্বাস্থ্য ভালো মানেই মন ভালো, মন ভালো মানেই ভাল ভাবে সকল ক্ষেত্রে জনসেবা দেওয়া। আমি যতদিন ফরিদপুরে স্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্বে থাকবো আমার চেষ্টা থাকবে ফরিদপুরের ৯টি উপজেলার যতগুলি হাসপাতাল ও সাব-সেন্টার গুলো আছে সেগুলোকে ব্যবহারের ও ডাক্তার ও সহকারীরা যেন ভালোভাবে নিরাপদে সাধারণ জনগণকে স্বাস্থ্য সেবা দিতে পারে সেই ব্যবস্থা করবো।
সকল স্বাস্থ্য সেবার ভবনগুলি নষ্ট হয়ে গেছে, ব্যবহারের অনুপযোগী। আমি সেগুলোকে নতুন ভাবে নির্মাণ ও যে সকল ভবনগুলো জড়ার্জীণ সে ভবনগুলো পূন:নির্মাণ করবো। উপরোক্ত কথাগুলো বললেন ফরিদপুরের স্বাস্থ্য বিভাগের ইঞ্জিনিয়ারিং অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সাহাবুল আলম।
তিনি আরো জানান, ভাঙ্গায় ৯ কোটি, বোয়ালমারীতে ২১ কোটি ও সালথায় সম্পূর্ণ নতুন ভবন করা হয়েছে। ভাঙ্গা ও বোয়ালমারীতে নতুন নির্মাণ ভবন কাজ প্রায় শেষের দিকে। সাহাবুল বলেন, স্বাস্থ্য বিভাগের সকল কর্মক্ষেত্রে আমি আমার বাড়ি ও পরিবারের অংশ হিসেবে দেখছি।
আমি ধন্যবাদ জানাই বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তিনি বঙ্গবন্ধুর কণ্যা বলেই স্বাস্থ্য বিভাগের ব্যাপক উন্নয়ন ও পরিবর্তন হয়েছে এবং যৌবন ফিরে পেয়েছে। এখন গ্রামে-গঞ্জে সাধারণ জনগণ স্বাস্থ্য সেবা পাচ্ছে। ছোট-খাটো কোনো চিকিৎসা নিতে শহরে আসতে হয় না। আমি ধন্যবাদ জানাই স্বাস্থ্য বিভাগের সকল উর্দ্ধতন কর্মকর্তা ও আমার প্রকৌশলী বিভাগের প্রধান প্রকৌশলী ও ফরিদপুর সার্কেল-৫ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান মোল্লাকে।
সময় জার্নাল/এলআর