সময় জার্নাল প্রতিবেদক :
স্বেচ্ছায় রক্তদাতা হিসেবে সম্মাননা সনদ পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাক কান গলা (অটোল্যারিংগোলজি-হেড এন্ড নেক সার্জারি) বিভাগের মেডিক্যাল অফিসার ডা. তানভীর আহমেদ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উদ্বোধনকৃত কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে রোববার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে সম্মাননা পান তিনি।
ডা. তানভীর আহমেদ বলেন, প্রথম বার রক্তদান করে আমার খুবই ভালো লেগেছে। রক্তদান একটি মহৎ কাজ। এই মহৎকাজে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ভাবতে ভালো লাগছে আমার রক্তে তিনজন মানুষ উপকৃত হবে। রক্তদান কোনো ভয় নয়, তাই যাঁরা এখানো রক্তদান করেন নাই তাঁরা অবশ্যই মানুষের জীবন বাঁচাতে ও মানবকল্যাণে রক্তদান করুন। রক্তদানে শরীর ও মন ভালো থাকে। আমি নিয়মিত রক্ত দান করতে বিশ্বাসী। আপনারাও নিয়মিত রক্তদান করুন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উদ্বোধনকৃত কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে আজ রবিবার ১০ অক্টোবর ২০২১ইং তারিখে অত্র বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, ডা. তানভীর আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর পুত্র। স্বেচ্ছায় রক্তদাতাদের মাঝে সম্মাননা প্রাপ্ত অনান্যরা হলেনÑ ডা. খান আনিসুর ইসলাম, মোঃ শাহিনুর রহমান, মোঃ শাকিল আহমেদ, মোস্তারিফ মুরসালিন, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ লোকমান মিয়া।
ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আসাদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ডা. শেখ মোঃ সাইফুল ইসলাম শাহীনের সঞ্চালনায় মহতী এই অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আয়েশা খাতুন প্রমুখসহ উক্ত বিভাগের সম্মানিত শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/ইএইচ