এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
আগামী ১৭ অক্টোবর দক্ষিনাঞ্চলের সর্ববৃহৎ সিবিএ সংগঠন মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারীদের দ্বি বার্ষিক নির্বাচন। প্রায় সাড়ে ৮’শ কর্মচারীদের এই নির্বাচনে তিনটি প্যানেল আলাদাভাবে নির্বাচনে অংশ নিয়েছেন। তবে পৃথক এ তিনটি প্যানেলের মধ্যে নাসির মৃধা-পল্টু পরিষদের কার্যকরী সভাপতি পদে প্রথমবার নির্বাচন করছেন ট্রাফিক বিভাগের সিনিয়র আউটডোর এ্যাসিসেন্ট মোঃ এনামুল হক। আর তাতেই সাধারণ ভোটারদের মাঝে সরব আলোচনায় উঠে এসেছেন তিনি।
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত এই নির্বাচনকে সামনে রেখে মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের মোঃ এনামুল হক কাঁক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটার দ্বারে দ্বারে ছুটছেন। মোঃ এনামুল হকের দুই প্রতিদ্বন্ধি প্রার্থী মুশফিকুর রহমান ও হারুন অর রশীদ।
প্রার্থী এনামুল হক বলেন, কর্মচারীদের অনুরোধে আমি প্রার্থী হয়েছি। সকলকে সাথে নিয়ে কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়সহ বন্দরের চলমান উন্নয়নে সহযোগিতা করে সরকারের ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে সহযোদ্ধা হিসেবে কাজ করে যাবেন বলেও জানান তিনি।
সময় জার্নাল/এলআর