হিলি প্রতিনিধি: আগামী ২ নভেম্বর ইভিএম-এর মাধ্যমে অনুষ্ঠিত হবে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন। আজ রোববার নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে আওয়ামী লীগ সহ মোট ৫জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন।
এদের মধ্যে রয়েছেন, বর্তমান মেয়র আব্দুস সাত্তার মিলন, ও আওয়ামী লীগ সমর্থিত ইউনুস আলী, স্বতন্ত্র প্রার্থী- আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান সরকার, রানা মিয়া তাদের ভোটার ও সমর্থকদের সাথে নিয়ে। উপজেলা রিটানিং কমকর্তা মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক এর কছে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন
এছাড়াও কাউন্সিলর পদে ৩৭ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন।
নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে প্রার্থী, সমর্থক ও নেতা-কর্মীদের উপস্থিতিতে নির্বাচন অফিসের সামনে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।
ঘোড়াঘাট রিটার্নিং অফিসার বলেন, তৃতীয় ধাপে ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘোড়াঘাট পৌরসভা নিবার্চন এদিকে ৯ টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোট দিতে পারবে। পৌরসভায় মোট ভোটার ১৯ হাজার ৪শ ৪৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭শ ৫৬ জন, মহিলা ভোটার ১০ হাজার ১শ ৯১ জন।
মনোনয়ন আজ শেষ দিন হওয়ায় সকাল থেকে দুপুর ২ প্রয়র্ন্ত, মেয়র প্রর্থী ৫জন কাউন্সিলর পদে ৩৭ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন।
সময় জার্নাল/আরইউ