এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য বাংলাদেশের সাথে আমাদের সকলকে আবশ্যিকভাবে যুক্ত থেকে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি আরো বলেন, আমরা ২০৪১ সালের উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনে আমাদের নিরলস কাজ করতে হবে। যে যেখানে দায়িত্বরত আছেন, প্রত্যেককে সেবা প্রদানে নিয়মিত তদারকি করতে হবে। তিনি সোমবার ১১ অক্টোবর ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় এক মতবিনিময় সভায় একথা বলেন।
জেলা প্রশাসক অতুল সরকার জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সকল পর্যায়ের প্রতিনিধিদের উদ্যেশ্যে বলেন, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং হচ্ছে সামাজিক সমস্যা। এসব সমস্যা দুরীকরণে কাজ করতে হবে। এর ভয়াবহতা রক্ষায় সব পর্যায়ে সচেতনতা বাড়াতে তাগিদ দেন সংশ্লিষ্ট সকলকে। শিক্ষার্থীদের বিষয়ে বলেন, ইতোমধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ক্লাশ শুরু করেছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার দিকে সকলের নজর দিতে হবে।
বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন। উপজেলা পরিষদ হলরুমে সভায় উপজেলা সহকারী মাধ্যমিক কর্মকর্তা রাকিবুল ইসলাম সভা পরিচালনা করেন। সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শরীফ সেলিমুজ্জামান লিটু, পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্যবসায়ী শ্যামল কুমার সাহা, বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সোবহান বাবু প্রমুখ।
সভায় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইমাম, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর