সর্বশেষ সংবাদ
ইমাম মেহেদী :
আজ আন্তর্জাতিক খ্যাতিসম্মপন্ন রাজনীতিবিদ, রাজনীতির কবি স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী।
১৯২০ সালে তৎকালীন ব্রিটিশ ভারতীয় উপমহাদেশে বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ছাত্র জীবন থেকেই প্রতিবাদী তরুণ শেখ মুজিবুর রহমান স্বাধিকার আন্দোলনে যুক্ত হন। সেই সময় তিনি গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওর্য়াদীর সান্নিধ্য লাভ করেন এবং রাজনীতিতে প্রবেশ করেন।
কলকাতার ইসলামিয়া কলেজে পড়াশোনাকালীন শেখ মুজিবুর রহমান হোসেন শহীদ সোহরাওর্য়াদীর
একান্ত সান্নিধ্যে যাওয়ার সুযোগ পান এবং সক্রিয় ছাত্র রাজনীতিতে যুক্ত হন। সেসময় তিনি ব্রিটিশ শাসন থেকে এই বাংলার মানুষের মুক্তির জন্য পাকিস্তান আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশভাগ হওয়ার পরপরই ১৯৪৮ সালে তিনি অনুধাবন করেন এই স্বাধীনতায় পূর্ব বাংলার মানুষের প্রকৃত মুক্তি আসেনি। সংখ্যাগরিষ্ঠ জনগণের অংশ হওয়ার পরও এই অঞ্চলের মানুষের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে পশ্চিম পাকিস্তানি শাসকদের হাতে।
১৯৪৮ সাল থেকেই তিনি সক্রিয়ভাবে বাংলা ভাষা ও বাঙালি জাতির মুক্তির জন্য আন্দোলন করতে থাকেন। বায়ান্নর ভাষা আন্দোলন, চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির দফা ঘোষণা ও আন্দোলনের মাধ্যমে এইজনপদকে স্বাধীনতার দিকে ধাবিত করেন। অবশেষে ১৯৬৯ সালে আগড়তলা মামলা থেকে মুক্তিলাভ ও ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ নিরুঙ্কুশ জয়লাভ করার মধ্য দিয়ে জনগণের জনমানুষের বঙ্গবন্ধুতে পরিণত হন। ১৯৭১ সালের সাত মার্চ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণ প্রদানের মাধ্যমে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি শাসকদের পূর্ব বাংলা থেকে বিতাড়িত করার আহবান জানান।
২৬ মার্চ তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং পাকিস্তানিদের হাতে গ্রেফতার হন। এসময় বঙ্গবন্ধুর অনুপস্থিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়। ইতিহাসে যা মুজিবনগর সরকার হিসেবে পরিচিত। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে থাকাবস্তায় মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি পদে অলঙ্কিত হন। বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে অত্যাচার, জুলুম, হত্যা, নীপিড়ন এর প্রতিবাদ করার কারণে বহুবার জীবনের বড় একটি অংশ কারাগারে কাটান।
পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু তার স্বপ্নের সোনার বাংলায় পা রাখেন। ১২ জানুয়ারি তিনি প্রধামন্ত্রীর
দায়িত্ব গ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তী তিনি যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রকে পুনর্গঠনে মনোনিবেশ করেন। কিন্ত ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কতিপয় বিশ্বাসঘাতকের হাতে পরিবারসহ শাহাদৎ বরণ করেন।
১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। ২০২০ সাল জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং ২০২১ সাল বাংলাদেশের পঞ্চাশ বছর উপলক্ষে এই দুইবছর বাংলাদেশসহ বিশ্বে বিশেষভাবে উদযাপিত হচ্ছে।
সময় জার্নাল/ইএম
এ বিভাগের আরো
মধ্যপ্রাচ্য সংকট
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল