মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের ৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার (১২ অক্টোবর) সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের গনিত বিভাগের শিক্ষার্থী বিল্পব দাস বিপুল এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন মার্কেটিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সত্যজিৎ সাহা সেতু।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো: রাসেল মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জি আর নিশাদ, সিরাজুম মনিরা সোপা, সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান, মিরাজ হোসেন হৃদয়।
উল্লেখ্য, আগামী এক মাসের মধ্যে এ কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেয়া হয়েছে।
সময় জার্নাল/আরইউ