সর্বশেষ সংবাদ
মায়ের সমীপে
.............
ব্রিটিশ বিদায় স্বাধীন ধরনি
বাগিচার এক কোনে,
হাকিম হুকুম সুফিয়ার কোলে
স্বপ্নের জাল বুনে।
যেমনি করিয়া একসাথ হয়
সুরমা ও কুশিয়ারা।
তেমনি করিয়া গুল বাগিচায়
জন্মেছে আনোয়ারা।
ব্রিটিশ বেনিয়া ছাড়িল প্রাচীর
এসেছে পাকিস্তান,
প্রথম সন্তান কন্যা হইলে
এনাম মিলিবে দান।
হাকিম দম্পতি অধিকার পায়
বাগিচার এক শান।
বছরে বছরে আদরে আদরে
বাড়ে বৃক্ষ অম্লান।
এরপর আরো পাঁচটা মুকুল
মহিরুহ শাখে আসে,
ছড়িয়ে যাচ্ছে সুবাসিত শোভা
সুউচ্চ নীল আকাশে।
জুড়াতে জীবন কষ্টের সীমা
লঙ্ঘিছে কতবার,
দুখের রজনি পোহাতে চায় না
অপেক্ষা শতবার।
ঊষর মরুতে ধুসর বালুকা
ভেদিয়া উঠিল চারা,
খুশির জোয়ারে ভাসায়েছি ভেলা
অপলক দিশেহারা।
চিৎকার করে মারামারি করা
নিত্যদিনের সাথী,
দূর, ভাল্লাগেনা বসত ভিটায়
আঁধারে জ্বালাই বাতি।
জ্বোনাক এসেছে দুয়ার পেরিয়ে
তিমির গিয়াছে কাটি,
রূপের চান্দা বসন বিছায়ে
দরবার পরিপাটি।
ঝলমল করে আলোয় আলোয়
কুঞ্জ গিয়াছে সাজি,
সারিগান গায় জারীগান গায়
কল্পলোকের মাঝি।
আবার ফাটল যমুনার বক্ষে
জলহীন জলাশয়,
আকাশের কোলে চাঁদের চাদর
রঙিন বর্ণময়।
কুল ভাঙ্গা ঘর আবার জেগেছে
ওপারের মহীমায়,
ঝাপসা আলোয় সৃষ্টির শান
দৃষ্টির সীমানায়।
কালের যাত্রা ঠেকায় কিভাবে
বহমান চলমান।
মাঝখানে শুধু চায়ের বিরতি
তাই এত অভিমান।
নবদ্বীপ মাঝে লোক সমাগম
আবার বসেছে মেলা,
আরাধনা চলে গোধূলি বিহানে
দিনমান সারাবেলা।
মন প্রাণ খুলে সাবাই আশীষ
করিও অস্তাচলে,
ফুলেল সুবাসে গৌরব আসিবে
সরোবর শতদলে।
(মায়ের সমীপে)
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল