মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন টাঙ্গাইলের বন্ধনে'র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সাবেক সভাপতি আব্দুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস তন্ময় স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি হিসেবে রয়েছেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিত কর্মকার এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহমদ আলী বােখারী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ- সভাপতি মােঃ আকবর হােসেন, ফেরদৌস তন্ময়, শিশির আহমেদ, মােঃ জাহিদুল ইসলাম, রাকিব আকন্দ; যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, আতিকুর রহমান, শাহরিয়ার রাতুল, ইমরান মাহমুদ; সাংগঠনিক সম্পাদক নিজামুল ইসলাম নাঈম, আল-আমীনসহ আরো অনেকে।
সময় জার্নাল/এলআর