রুহুল সরকার , রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি:
রাজীবপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খায়রুজ্জামান খোকন(৩৬) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলের দিকে সদর ইউনিয়নের জাউনিয়ারচর গড়াইমারী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত খায়রুজ্জামান গড়াইমারী গ্রামের আলহাজ্ব আব্দুর রাজ্জাক মাস্টারের তৃতীয় পুত্র। বৈবাহিক জীবনে তিনি ১ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক। বালিয়ামারী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশ্ববর্তী প্রতিবেশি নতুন ঘর নির্মান করছিলেন।সেই ঘরের টিনের চালা উঠানোর সহযোগিতা করার সময় বৈদ্যুতিক তারের সাথে চালা লেগে তিনি সহ আরও কয়েকজন
বিদ্যুৎস্পৃষ্ট হন। বাকিরা সবাই চালা ছেড়ে দিয়ে সরে আসতে পারলেও তিনি আটকে যান। পরে তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন রাজীবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ সরওয়ার জাহান।
সময় জার্নাল/এলআর