মুরাদ ইমাম কবির। হিলি প্রতিনিধি : শারদীয় দুর্গা পুজাকে ঘিরে দিনাজপুরের হিলি সীমান্তে শুন্য রেখায় এখন উভয় দেশের মানুষের উপচে পড়া ভির। বাংলাদেশ ও ভারত অংশে দর্শনার্থীদের উপস্থিতিতে এখন উৎসবের আমেজ বিরাজ করছে সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট গেট এলাকা। কেউ এসেছে সীমান্ত দেখতে, আবার কেউ এসেছে ভারতে বসবাস করা তাদের আত্মিয় স্বজনদের সাথে কুশল বিনিময় করতে। সীমান্তে বিজিবি’র বাধায় এসব মানুষ সীমান্তের শুন্য রেখায় ঘেঁষতে না পারলেও দুর থেকে কথা বলে তৃপ্তি প্রকাশ করছে দূর-দুরাস্ত থেকে আসা এসব মানুষ।
স্থানীয়রা জানায়, শারদীয় দূর্গাপুজোকে ঘিরে কয়েকদিন ধরেই দর্শনার্থীদের এমনই ভির থাকে হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোষ্ট গেটের শুন্য রেখায়। পঞ্চগড়, গাইবান্ধা, বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এসব দর্শনার্থীরা। শুধু বাংলাদেশ সীমান্তে নয়। একই অবস্থা সীমান্তের ওপারে ভারত অংশেও। এসব মানুষ এসেছে ভারতে বসাবাস রত তাদের আত্মিয় স্বজনদের সাথে এক নজর দেখা করতে। আবার কেউ এসেছে হিলি সীমান্ত পরিদর্শনে।
এদিকে নিরাপত্তার খাতিরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা এসব দর্শনার্থীদের সীমান্তের শুন্য রেখায় ভিরতে না দিলেও ২০-৩০ গজ দুর থেকে একে অন্যের সাথে কথা বলা ও কুশল বিনিময় করছেন। দূর থেকে হলেও কথা বলতে পেরে এবং কুশল বিনিময় করতে পেরে খুশি এসব মানুষ। কেউবা হাতের ইশারায় আবার কেউবা মোবাইল ফোনের মাধ্যমে কুশন বিনিময় করছেন।
প্রতিবছর শারদীয় দূর্গা পুজা এলেই হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোষ্ট গেটের শুন্য রেখায় এমনি ভাবে উপচে পড়া ভীর জমান সীমান্ত দর্শনার্থী ও আত্মিয়-স্বজনদের সাক্ষাত প্রত্যশিরা।
সময় জার্নাল/আরইউ