সর্বশেষ সংবাদ
সময় জার্নাল প্রতিবেদক :
দেশে ক্যান্সার আক্রান্ত শিশুদের অকালমৃত্যু ঠেকাতে আরও উদ্যোগী ভূমিকা নেবে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল। শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল,ডিস্ট্রিক্ট-৩১৫এ১ এর উদ্যোগে লায়ণ জহির অডিটোরিয়ামে আয়োজিত পেডিয়াট্রিক ক্যান্সার বিষয়ক সেমিনারে এ কথা জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা শিশু ক্যান্সার প্রতিরোধে গণসচেতনতা বাড়ানোর উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন বিভাগের এডিশনাল ডিরেক্টর জেনারেল অধ্যাপক ডা. একেএম আমিরুল মোরশসেদ খসরু। তিনি বলেন, পার্শ্ববর্তী ভারতসহ উন্নত দেশগুলোতে চিকিৎসাখাতে ব্যাপক অবদান রেখে যাচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠন, শিল্প প্রতিষ্ঠান ও ধনাঢ্য ব্যক্তিরা। তাদের অনুদানের টাকায় অল্পখরচে সুচিকিৎসার সুযোগ পাচ্ছেন দেশের দরিদ্র ও সাধারণ মানুষ। একইভাবে আমাদের দেশেও উন্নত চিকিৎসা সহজ করা সম্ভব বলে জানান তিনি।
তথ্য-উপাত্ত তুলে ধরে অধ্যাপক ডা. একেএম আমিরুল মোরসেদ জানান, দেশে প্রতি বছর প্রায় ১২ হাজার শিশু কিশোর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। অসময়ে শনাক্ত হওয়ার কারণে তাদের বেশিরভাগই মারা যায়। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে অধিকাংশ ক্যান্সার রোগীকে চিকিৎসা দিয়ে বাঁচানো সম্ভব। এজন্য অভিভাবকদের আরও সজাগ হওয়ার পরামর্শ দেন তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট পেডিয়াট্রিক ক্যান্সারের চেয়ারপার্সন শারমিন তুলি (এমজেএফ)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আকরাম উদ্দিন আহমেদ ( পিএমজিএফ,অ্যাম্বাসেডর অব গুডউইল, পাস্ট ইন্টারন্যাশনাল ডিরেক্টর, এরিয়া লিডার, চ্যাম্পিয়ন ১০০, এলসিআইএফ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাস্ট ইন্টারন্যাশনাল ডিরেক্টর শেখ কবির হোসেন (এমজেএফ, এলসিআই), মোসলেম আলী খান (এমজেএফ, পাস্ট ইন্টারন্যাশনাল ডিরেক্টর, এলসিআইএফ), পিডিজি নাজমুল হক (পিএমজেএফ, জিএমটি এরিয়া লিডার, সিএ৬সি, এলসিআই), ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়াহিদুর রহমান আজাদ (এমজেএফ, ভাইস এরিয়া লিডার, চ্যাম্পিয়ন ১০০, এলসিআইএফ), এসএম হাফিজ আল আসহাদ (পিএমজেএফ, কাউন্সিল চেয়ারপার্সন, এমডি৩১৫), একেএম রেজাউল হক (এমজেএফ, পিডিজি, পিসিসি, অ্যাম্বাসেডর অব গুডউল এন্ড চেয়ারম্যান, বিএলএফ)
অনুষ্ঠানে প্রিজাইডিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি নিখিল চন্দ্র গুহ (এমজেএফ, ডিস্ট্রিক্ট গভর্নর, ডিস্ট্রিক্ট-৩১৫এ১ এন্ড কাউন্সিল সেক্রেটারি এমডি৩১৫)।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এমডি নজরুল ইসলাম সিকদার (পিএমজিএফ, ইমি. পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর, ডিস্ট্রিক্ট-৩১৫এ১ এন্ড ফার্স্ট ভাইস কাউন্সিল চেয়ারপার্সন এমডি৩১৫), ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তফা কামাল (পিএমজিএফ, ফার্স্ট ভাইস কাউন্সিল চেয়ারপার্সন এমডি৩১৫), ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন (এমজেএফ, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর, ডিস্ট্রিক্ট-৩১৫এ১) মো: মোবারক হোসেন (পিএমজিএফ, চেয়ারপারসন পিডিজি অনারেবল কমিটি, ডিস্ট্রিক্ট-৩১৫এ১।
সময় জার্নাল/ইএইচ
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল